Monday, May 16, 2016

ভিডিও কনভার্ট করার সেরা সফটওয়্যার, ভিডিও তুমি পালাবে কোথায়?

সফটওয়্যার সমুদ্রে লাখো সফটওয়্যারের ভীড়ে সেরা সফটওয়্যার খুঁজে বের করার নিমিত্তে আমার চেইন টিউনের এটা ৫ম পর্ব। প্রত্যেক মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে, আপনার সেরা পছন্দগুলো কী কী? তাহলে তাদের পছন্দের সেরাদের তালিকায় থাকবে গান শুনা এবং ভিডিও দেখা (মুভি, গান ইত্যাদি)। আমরা এই ভিডিও গুলো দেখার জন্য সবাই যে কম্পিউটার ব্যবহার করি এরকমটা ভাবা যায় না। একেক জন একেক রকমের ডিভাইস ব্যবহার করে থাকি। এ কারনে সব ডিভাইসের জন্য সব ধরনের মিডিয়া ফরমেট সাপোর্ট করে না। আমার কথা শুনে অনেকেই হয়তো মুখে ভেংচি কেটে বলতে পারেন, কেন 3gp তো সব ডিভাইসেই সাপোর্ট করে! আসল কথা হলো 3gp সব ডিভাইসে সাপোর্ট করলেও সেটার ভালো ব্যবহার শুধু মাত্র লো কনফিগারেশন মোবাইলেই করা যায়। আসলে একেকটা ডিভাইসের জন্য সেই ডিভাইস অনুযায়ী ভিডিও দেখাটাই হলো বুদ্ধিামানের কাজ। আজকের টিউনে আমরা দেখবো কীভাবে বিভিন্ন ডিভাইসের জন্য আলাদা আলাদা রেজুলেশনের ভিডিও তৈরী করা যায়। এর জন্য যে সফটওয়্যারগুলো সেরা তার মাঝে সেরাটা দিতেই আমার আজকের টিউন। তো চলুন তাহলে শুরু করি।

২০১৫ সালে সেরা দশে থাকা সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা ভিডিও কনভার্টার সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা নিচে দেওয়া হলো। একটি বিষয় মনে রাখবেন দাম বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো হয় না। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে।
  • 01. AVS Video Converter | $39.95
  • 02. Wondershare Video Converter | $39.95
  • 03. Aimersoft Video Converter | $49.95
  • 04. Movavi Video Converter | $39.95
  • 05. Total Video Converter | $49.95
  • 06. Leawo Video Converter Pro | $39.95
  • 07. Xilisoft Video Converter | $59.95
  • 08. ImTOO Video Converter | $59.95
  • 09. Any Video Converter | $49.90
  • 10. Prism Video Format Converter | $34.99
উপরের লিস্টটি থেকে আপনারা হয়তো নিশ্চিত হয়েছেন যে তালিকায় প্রথমে থাকা AVS Video Converter সফটওয়্যারটিই হলো সবার সেরা সফটওয়্যার। তো ডাউনলোড শুরু করার আগে চলুন সফটওয়্যারটির ফিচার সম্পর্কে একটু জেনে নিই। তারপর না হয় ডাউনলোড করা যাবে।

No comments:

Post a Comment